Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ব্যবহার অযোগ্য সুবর্ণচর উপজেলা পরিষদের পাবলিক টয়লেট

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

ডিসেম্বর ১৯, ২০২৪, ০৩:৫৩ পিএম


ব্যবহার অযোগ্য সুবর্ণচর উপজেলা পরিষদের পাবলিক টয়লেট

৪ লক্ষাধিক জনগোষ্ঠীর আবাসস্থল সুবর্ণচরের প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একক প্রতিষ্ঠান সুবর্ণচর উপজেলা পরিষদ।

৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের মানুষ সেবা নিতে প্রতিনিয়ত এখানে ভিড় করেন। ৩০টির মতো সরকারি অফিসের সেবা গ্রহিতাদের এখানে এসে টয়লেট ব্যবস্থা নিয়ে ভোগান্তি পোহাতে হয়। প্রশাসনকে অবহিত করেও প্রতিকার না পাওয়ার অভিযোগ সেবাগ্রহীতাদের।

উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামের মো. খোকন অভিযোগ করেন নির্বাচন অফিসে এসে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এ সময় তার টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে উপজেলা পরিষদের পুরুষ টয়লেটে গেলে তার বেহাল অবস্থা দেখতে পান।

এ সময় কোন অফিসের টয়লেটে তাকে ঢুকতে না দেয়ার অভিযোগও করেন তিনি। তার মতো একই অভিযোগ করেছেন একই এলাকার আক্তার হোসেন, আমির হোসেন ও মো. হানিফ। তারা উপজেলা কৃষি অফিসে এসে এ ভোগান্তির স্বীকার হন। পরে উপজেলা মডেল মসজিদে তাদের প্রাকৃতিক কাজ সারতে হয়।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসে এসে এক নারীর সাথে কথা বলে জানা গেছে, তিনি ভাতার কার্ড সমস্যার সামাধানের জন্য এখানে এসেছেন। ব্যবহার অযোগ্য টয়লেট ব্যবস্থার কারণে উপজেলার পাশের একটি বাড়িতে যেতে হয় তাকে। তার মতো অনেক নারী, শিশু, প্রতিবন্ধী ও সেবাগ্রহীতারা এসে এখানে টয়লেট ব্যবস্থায় ভোগান্তি পোহাতে হয়। এ সময় উপজেলায় কর্মরত এক সাংবাদিকের সাথে কথা হয়। তিনি পরিষদের ২য় ভবনের ৩য় তলায় নামাজের জন্য অজু খানার বেহাল অবস্থার বিবরণ দেন। এখান থেকে অজু করে নামাজ আদায় অসম্ভব বলেও জানান তিনি।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি জানান, বিষয়টি তিনি আমলে নিয়েছেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেন সুবর্ণচর উপজেলা প্রশাসনের জন্য আলাদা কোন পরিচ্ছন্নতা কর্মী না থাকায় বিশাল এ জনগোষ্ঠীর জন্য টয়লেটগুলো প্রতিনিয়ত পরিষ্কার রাখা কষ্টকর।

তবে, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবেন বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!