Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শ্রীমঙ্গলে ৩ জুয়াড়িসহ মাদক কারবারি আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি

শ্রীমঙ্গল প্রতিনিধি

ডিসেম্বর ১৯, ২০২৪, ০৪:৩৫ পিএম


শ্রীমঙ্গলে ৩ জুয়াড়িসহ মাদক কারবারি আটক

শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়িসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার শ্রীমঙ্গল থানার এএসআই মো. নজরুল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরতলীর শাহীবাগ এলাকা থেকে মাদক কারবারি ওয়ারেন্টভুক্ত ও একাধিক মামলার পলাতক আসামি মোহাম্মদ আবদুল্লাকে (৩৯) আটক করেন।

গ্রেপ্তার আব্দুল্লা উপজেলার রামনগর আটঘর বস্তির নুরুল হকের ছেলে।

শ্রীমঙ্গল থানার এসআই মো. দেলোয়ার হোসেন, এএসআই মো. নজরুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রাজঘাট ইউনিয়নের খেজুড়ীছড়া ফ্যাক্টরি লাইনের গন্ডিপাড়ার জিতেন বুনার্জীর বাড়ি থেকে জুয়া খেলারত অবস্থায় নিমাই বুনার্জির ছেলে আকাশ বুনার্জি (২১), গদাধর বুনার্জির ছেলে সঞ্জয় বুনার্জি (২৭), নেপাল দাসের ছেলে রুপক দাসকে (২১) আটক করেন।

এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৮৪০ টাকা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়িদের এবং মাদক কারবারিকে মৌলভীবাজার জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!