Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

সাদুল্লাপুরে ২৩২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

ডিসেম্বর ১৯, ২০২৪, ০৪:৪৪ পিএম


সাদুল্লাপুরে ২৩২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা কর্তৃক ভ্রাম্যমাণ আদালতে ২৩২ কেজি বিক্রি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক হেদায়েতুল ইসলাম, ধাপেরহাট ইউনিয়ন চেয়ারম্যান ও বাজার সভাপতি শহিদুল ইসলাম শিপন, ধাপেরহাট বাজার বণিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ মিলন ও সাধারণ সম্পাদক খালেক মণ্ডলের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জসিম উদদীন চৌধুরী ব্যবসায়ী আজাদুল ইসলামের গোডাউন থেকে ২৩২ কেজি বিক্রি নিষিদ্ধ পলিথিন জব্দ করে।

এ সময় উপস্থিত ছিলেন না ব্যবসায়ী আজাদুল ইসলাম।

ব্যবসায়ী আনারুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করলেও তার গোডাউনে পাওয়া যায়নি কোন পলিথিন। তবে স্থানীয়রা জানায় তার বাড়ির গোডাউনে পলিথিন থাকে।

স্থানীয়রা জানায়, আরও কয়েকজন এ পলিথিন ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে এবং পলিথিন যেখানে উৎপাদন হয় সেই কারখানা বন্ধ করে দিতে হবে।

এ বিষয়ে বাজার বণিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ মিলন বলেন, একাধিক বার ব্যবসায়ীদের পলিথিন বিক্রি বন্ধ ও ব্যবহারে নিষেধ করলোও তারা কর্ণপাত করে না।

ভ্রাম্যমাণ আদালতের বিচারকে ধন্যবাদ দিয়ে বলেন, এভাবে মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে ভোক্তাধিকার নিশ্চিত হয়।

ইএইচ

Link copied!