Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

রাজারহাটে তেলবিহীন টিসিবির পণ্যে ভোক্তাদের অসন্তোষ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

ডিসেম্বর ১৯, ২০২৪, ০৫:০৭ পিএম


রাজারহাটে তেলবিহীন টিসিবির পণ্যে ভোক্তাদের অসন্তোষ

কুড়িগ্রামের রাজারহাটে তেলবিহীন পণ্য ক্রয়ে অসন্তোষ প্রকাশ করেছেন টিসিবির তালিকাভুক্ত শতশত সুবিধাভোগী ভোক্তা।

গত মাসে তেল দুই লিটার, মসুর ডাল দুই কেজি ও চাল পাঁচ কেজি মিলতো টিসিবির বিক্রয় কেন্দ্রগুলোতে।

ভোক্তা পর্যায়ে ২০০ টাকায় ২ লিটার সয়াবিন তেল পেত বিক্রয় কেন্দ্রগুলো। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ প্রথমবারের মতো তেলবিহীন, চাল, ডাল বিক্রয়ের সিদ্ধান্তে সুবিধা বঞ্চিত হয়েছে রাজারহাট উপজেলায় ২৩ হাজার ৯শত নব্বইজন ভোক্তা।

ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্যে ক্রয়ে আসা তালিকাভুক্ত সুবিধাভোগী জাহেরুল ইসলাম বলেন, টিসিবি পণ্যের মধ্যে তেলের দাম অনেক বেশি, অথচ টিসিবিতে এবার সয়াবিন তেল নাই। টিসিবি নিতে আসাই লছ।

বিতরণ ট্যাগ কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান বলেন, তেল কেন নাই সরকারকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই।

টিসিবি ডিলার রেজাউল করিম রতন বলেন, এখন আমরা নভেম্বর মাসের পণ্য বিক্রি করতেছি।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, এবার টিসিবিতে সয়াবিন তেল বরাদ্দ না থাকায় বিতরণ করেননি ডিলার। আগামীতে টিসিবির তেলের বরাদ আসলে ডিলার তেলসহ অন্যান্য পণ্য সুবিধাভোগীর মাঝে বিক্রয় করবেন।

ইএইচ

Link copied!