Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাথরঘাটায় ২৮ লাখ টাকার ভারতীয় জালের সুতা জব্দ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

ডিসেম্বর ১৯, ২০২৪, ০৫:২১ পিএম


পাথরঘাটায় ২৮ লাখ টাকার ভারতীয় জালের সুতা জব্দ

বরগুনার পাথরঘাটায় সাগরে মাছ ধরার অবৈধ ট্রলিং জাল তৈরির ২৮ লাখ টাকার ভারতীয় সুতা জব্দ করেছে যৌথবাহিনী।

বামনা ও পাথরঘাটা নৌবাহিনীর কন্টিনজেনের নেতৃত্বে কোস্টগার্ড বুধবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাথরঘাটা বিএফডিসি পাইকারি মৎস্য বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জাল তৈরি ২৮ লাখ টাকার ভারতীয় সুতাসহ ট্রলিং জাল ব্যবসায়ী জয়নাল আবেদীনকে আটক করা হয়।

জয়নাল আবেদীন খান মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের গনি খার ছেলে।

তাকে মালামালসহ পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান।

পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. আকতার হোসেন জানান, বিভিন্ন সময় পাথরঘাটা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় সাগরে অবৈধ জাল দিয়ে ইলিশসহ বিভিন্ন জাতের পোনা মাছ নিধনের কথা বলা হচ্ছে এবং এই জাল তৈরির জন্য বিশেষ ধরনের সুতা সাগর পথে ভারত থেকে অবৈধভাবে আনা হচ্ছে।

এ সংবাদের বিত্ততে বুধবার বিএফডিসি এলাকায় নৌ বাহিনী নিয়ে আমরা অভিযান চালাই। এ সময় বিএফডিসি সংলগ্ন মৃত্যু দলিল উদ্দিনের বাড়িতে ভাড়াটিয়ার ঘর থেকে মালামালসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে ভারতীয় মালামাল পাচারকারী হিসাবে বিশেষ আইনে একটি মামলা করা হয়েছে।

পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড চোরাচালানি অপরাধের মামলা দিয়ে আসামিসহ মালামাল আমাদের কাছে হস্তান্তর করেছে আমরা অপরাধীকে কোটের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে আসামিকে থানায় আনার পর বড় বড় ব্যবসায়ীরা আমার কাছে ফোন করেছে। এতে বোঝা যায় এই চোরাচালানি চক্র বড় কোন মাফিয়ার সাথে জড়িত আছে বলে আমার মনে হয়।

ইএইচ

Link copied!