Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ব্যাংকে প্রবেশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী: জিম্মিদের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৪, ০৮:৪১ পিএম


ব্যাংকে প্রবেশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী: জিম্মিদের জিজ্ঞাসাবাদ

রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের শাখায় হানা দেওয়া ডাকাত দলের তিন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণের পর ব্যাংকের ভেতর প্রবেশ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে থাকা জিম্মিদের জিজ্ঞাসাবাদ করছেন তারা।

সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জিম্মিদের বের করা হয়নি। ভেতরে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আপাতত গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না। জিজ্ঞাসাবাদ শেষে আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ডাকাতদের আত্মসমর্পণের তথ্য সাংবাদিকদের জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) খলিলুর রহমান হাওলাদার।

তিনি বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভেতরে থাকা জিম্মিদের মধ্যে কেউ হতাহত হননি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।

র‌্যাবের এই অধিনায়ক আরও জানান, আত্মসমর্পণকারী ডাকাতরা নিজেদের নাম নিরব, নিলয় ও নিবিড় বলে জানিয়েছে। তাদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। প্রত্যেকেই মুখে মাস্ক পরা ছিল। ডাকাতরা প্রাথমিকভাবে তাদের যে পরিচয় দিয়েছে, তা নিয়ে র‌্যাবের সংশয় রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

ইএইচ

Link copied!