Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অভয়নগরে কৃষক দলের কর্মী সমাবেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

ডিসেম্বর ১৯, ২০২৪, ০৮:৫৬ পিএম


অভয়নগরে কৃষক দলের কর্মী সমাবেশ

যশোরের অভয়নগরে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার ধোপাদী নতুন বাজারে নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন।

বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আশ্বাবুর রহমান মোল্যা, নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখার শ্রমিক দলের সদস্য সচিব এস এম রফিকুজ্জামান টুলু, নওয়াপাড়া পৌর কৃষকদলের সহ-সভাপতি সাইদুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক গাজী, সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন দপ্তরি, সাংগঠনিক সম্পাদক ইকবাল কবির।

নওয়াপাড়া পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্যরা।

ইএইচ

Link copied!