ভোলা প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২৪, ০৯:২২ পিএম
ভোলা প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২৪, ০৯:২২ পিএম
ভোলার সর্বদক্ষিণের উপজেলা চরফ্যাশনেরর দক্ষিণ আইচা থানার চর মানিকা ও চরফ্যাশন থানার আয়েশাবাগে অবস্থিত ৩টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি ইটভাটাকে জরিমানা করা হয়।
ভোলা জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা জানা যায়, চরফ্যাশন উপজেলার কয়েকটি থানা এলাকায় সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই কয়েকটি ইটভাটা তাদের কার্যক্রম চালিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ও চরফ্যাশন থানার আয়েশাবাগ এলাকায় অবস্থিত ৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে মোবাইল কোর্টের মাধ্যমে ৩টি ইটভাটাকে জরিমানা করা হয়। দক্ষিণ আইচার মেসার্স আব্দুল্লাহ ব্রিকসকে ৩ লাখ, মেসার্স মানিক ব্রিকস ও সততা ব্রিকসকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
সর্বমোট ৩টি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করার মাধ্যমে নগদ আদায় করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার কাজে ভোলা জেলা পুলিশ, কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্য এবং অগ্নি নির্বাপণ কাজে নিয়োজিত চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, পরিবেশ অধিদপ্তর ভোলার কর্মকর্তাসহ সদস্যগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।
মোবাইলকোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক মো. তোতা মিয়া।
এ ব্যাপারে ভোলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, ৩টি ইটভাটাকে এক্সকেভেটর দ্বারা কিলন ভাঙ্গা এবং কাঁচা ইট নষ্ট করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এরূপ অভিযান চলমান থাকবে।
ইএইচ