Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

সাদপন্থী নেতা মোয়াজ বিন নূর গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৪, ১১:২৫ এএম


সাদপন্থী নেতা মোয়াজ বিন নূর গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিব ইস্কান্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে জোবায়ের সমর্থকরা ২৯ জনের নামে টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন মাওলানা জুবায়ের অনুসারীরা।

মামলায় মাওলানা সাদ কান্ধলভির ২৯ জন অনুসারীর নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ আসামি করা হয়েছে। ওই মামলার ৫নং আসামি ছিলেন মোয়াজ বিন নুর।

মোয়াজ বিন নুর (৪০), তিনি উত্তরার ৭নং সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানায় এ মামলাটি করেন। মামলা দায়েরের পরপরই মোয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এসময় মাঠের ভেতর থেকে যোবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। তাদের এমন জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। একপর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। গুরুত্বর আহতাবস্থা ঢাকা মেডিকেল কলেজে নিলে আরও একজনের মৃত্যু হয়। এছাড়াও শতাধিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

বিআরইউ

Link copied!