আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৪, ০৩:০৬ পিএম
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৪, ০৩:০৬ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ সজল চন্দ্র দাস (৩৫) নামে এক আন্ত:জেলা ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার গোপালদী বাজার ব্রিজ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার থানা পুলিশের দেয়া তথ্য মতে, সজল চন্দ্র দাস উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের মৃত গুরু চন্দ্র দাসের পুত্র এবং ৭-৮ টি ডাকাতি মামলার আসামি।
এর মধ্যে ২০১৩ সালেই বেশ কয়েকটি ডাকাতি মামলা তার নামে রুজু করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার সকালে গোপান সংবাদের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে থানার এসআই হাসান মাতাব্বর এবং এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে।
ইএইচ