Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

৮ম বারের মতো সিআইপি হলেন কমলনগরের আবদুল করিম

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২০, ২০২৪, ০৩:৩৫ পিএম


৮ম বারের মতো সিআইপি হলেন কমলনগরের আবদুল করিম

৮ম বারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আবদুল করিম।

বুধবার ঢাকার ওসমানী স্মৃতি অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আব্দুল করিম লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের বাসিন্দা। তিনি সরকার কর্তৃক ৮ম বারের সিআইপি নির্বাচিত হয়ে গর্বিত করেছেন লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরবাসীকে। তার অসামান্য কৃতিত্বে রামগতি-কমলনগর উপজেলা সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এ বিষয়ে সিআইপি আবদুল করিম জানান, আমি বাংলাদেশের অনেক মানুষকে বিদেশে পাঠিয়ে তাদের পরিবারে স্বচ্ছলতা এনে দিয়েছি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের প্রয়োজনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনকল্যাণে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আমার কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!