Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মহেশপুর সীমান্ত থেকে ৬৬১ বোতল ফেনসিডিল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

ডিসেম্বর ২০, ২০২৪, ০৪:০৯ পিএম


মহেশপুর সীমান্ত থেকে ৬৬১ বোতল ফেনসিডিল উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৬৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবিন টহলদল।

বৃহস্পতিবার রাত ১টার দিকে বিজিবির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এই ফেনসিডিল উদ্ধার করে।

এ সময় তারা এক রাউন্ড ফাঁকা ফায়ার করেন।

মহেশপুর-৫৮বিজিবি’র মিডিয়া সেল কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মাধবখালি বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহলদল ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্যের চালান প্রতিহত করার লক্ষ্যে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার-৭১/০৮ এস এর নিকটে রাত ১০টা থেকে সুকৌশলে ফাঁদ পেতে অপেক্ষমাণ থাকে।

রাত আনুমানিক ১টার দিকে বিএসএফের ডিউটি পরিবর্তন হবার সুবাদে ভারতীয় চোরাকারবারিরা কয়েকটি বস্তায় ভরে মাদক দ্রব্য (ফেনসিডিল) ভারতের কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে বাংলাদেশ প্রান্তে ফেলে দেয়। সেই বস্তাগুলো বাংলাদেশি ১৫-২০ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তর থেকে বহন করে বাংলাদেশ অংশে নিয়ে আসার পথে বিজিবি টহলদল তাদের গতিরোধ করে। বাংলাদেশি চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করেই শূন্যরেখা বরাবর উত্তরদিকে অগ্রসর হতে থাকে।

এ সময় বিজিবি সদস্যরা তাদের ধরার জন্য ধাওয়া দিলে চোরাকারবারিদের কয়েকজন রামদা, কাচি, হাসুয়া ইত্যাদি দেখিয়ে তেড়ে আসতে থাকে। এ অবস্থায়, বিজিবি টহলদল কর্তৃক আনুমানিক রাত ৪টার দিকে এক রাউন্ড ফাঁকা ফায়ার করলে চোরাকারবারিরা নিজেদের কাছে থাকা বস্তা (ফেনসিডিল) ফেলে পালিয়ে যায়।

টহলরত সদস্যরা মোট ১৯ বস্তা ফেনসিডিল জব্দ করে। পরে বিওপির অন্যান্য সদস্য এবং সোর্সের সহযোগিতায় বস্তাগুলো বিওপিতে আনা হয়। ফাঁকা ফায়ারে কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি।

অভিযানে সর্বমোট ৬৬১ বোতল ফেনসিডিল উদ্ধার হয় যার মুল্য ২ লাখ ৬৪ হাজার ৪শত টাকা।

ইএইচ

Link copied!