Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

হাটহাজারীতে অটোরিকশা ছিনতাইকারী আটক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

ডিসেম্বর ২০, ২০২৪, ০৪:১৫ পিএম


হাটহাজারীতে অটোরিকশা ছিনতাইকারী আটক

চট্টগ্রামের হাটহাজরীতে সিএনজি চালিত একটি অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় সাইমুন (২৮) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।

শুক্রবার সকালে পৌরসভার ৫নং ওয়ার্ডের কামালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত যুবক উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুহরীহাট এলাকার আবাদ আলী সওদাগরের বাড়ির মো. রফিকের পুত্র।

মডেল থানার পুলিশের উপপরিদর্শক মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় মামলা রজু করার পর আটক যুবকের সাথে জড়িত ব্যক্তিকে দ্রুতসময়ের মধ্যে আটকের জন্য অভিযান পরিচালনা করা হবে।

ইএইচ

Link copied!