Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভেড়ামারায় শীতবস্ত্র বিতরণ

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা প্রতিনিধি

ডিসেম্বর ২০, ২০২৪, ০৪:৫২ পিএম


ভেড়ামারায় শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ভেড়ামারা উপজেলা ঘোড়েশার মাজার সোলেমান শাহ্র মাজারসহ ফুটপাথে থাকা অসহায়-দুস্থ  শীতার্তদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নের ক্রয়কৃত (কম্বল) উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, বিগত কয়েকদিন ভেড়ামারা উপজেলায় শীতের প্রকটে সমাজের অসহায়-দুস্থ ছিন্নমূল মানুষেরা যেন কষ্ট না পায় সেজন্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে আরও কম্বল বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও)কর্মকর্তা শহীদুল্লাহ।

ইএইচ

Link copied!