Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ২০, ২০২৪, ০৫:০৮ পিএম


হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে অন্তত অর্ধশতাধিক পথচারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পাগলা কুকুর বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার বিকালে পর্যন্ত অর্ধশতাধিক লোককে কামড়িয়ে আহত করেছে।

আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই চিকিৎসা নেওয়ার বিষয়ে ১৪ জনের নাম নিশ্চিত হওয়া গেলেও এর সংখ্যা আরও বেশি বলে জানান এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু আহত ১৪ জনের নাম জানিয়েছেন।

আহতরা হলেন- মনি (৮) তানভির (১৩) মাহিন (৩০) ফরিদ (৪২) মনজিলা (৩৫) রুমি (১০) সরলা (৫০) লুৎফা (৫০) করিমা (৬০) মুনজুর (২০) জেসমিন (৫০) শারমিন (২২) শামিম (৩৭) নোহা (৫)।

তবে আহতদের অনেকেই বিভিন্ন ফার্মেসি থেকে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় আহতের সঠিক সংখ্যা হাসপাতালে ভর্তি রেজিস্ট্রারে উল্লেখ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইএইচ

Link copied!