Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

অভয়নগর জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

ডিসেম্বর ২০, ২০২৪, ০৫:২৯ পিএম


অভয়নগর জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) অভয়নগর উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার নওয়াপাড়া এইচ এম সেন্টারে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাজুস উপজেলা শাখার সভাপতি সুশীল কুমার দাশ ঝন্টু।

বাজুস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মল্লিক খলিলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, বাজুস উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম মোল্লা, সহ-সভাপতি স্বপন মুস্তাফী, যুগ্ম সম্পাদক গৌতম বিশ্বাস, নির্বাহী সদস্য নিজাম উদ্দিন সরদার ও প্রদ্বিপ দাস।

সভায় বাৎসরিক আয় ব্যয় হিসাব পেশ করেন উপজেলা শাখার কোষাধ্যক্ষ সুজিত হালদার।

এ সময় আরও বক্তব্য দেন, প্রশান্ত কর্মকার, রতন কুমার দে, জাহিদ সরদার প্রমুখ।

সভায় সকল সদস্যদের কণ্ঠে ভোটে ২০২৩-২০২৪ অর্থ বছরের আয়ব্যয় হিসাব গৃহীত হয়।

ইএইচ

Link copied!