Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

কাশিমপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২০, ২০২৪, ০৬:০৪ পিএম


কাশিমপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের কাশিমপুরে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে মহানগরীর কাশিমপুরের ২নং ওয়ার্ডের গোবিন্দবাড়ী এলাকায় আকাশমনী বাগানের ভিতর থেকে অজ্ঞাতনামা ৩০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্টের উপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ইএইচ

Link copied!