Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

বাঞ্ছারামপুর প্রতিনিধি

বাঞ্ছারামপুর প্রতিনিধি

ডিসেম্বর ২০, ২০২৪, ১১:০৫ পিএম


বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেছে মানবতা রক্ত সংঘ।

শুক্রবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ মতবিনিময় সভা আয়োজিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর।

প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী উপদেষ্টা মো. আশিকুর রহমান সুমনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী (ভূমি) নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর বলেন, ‘মানবতার জন্য এই উপজেলার স্বেচ্ছাসেবীদের ভূমিকা আমাদের অনুপ্রাণিত করে, কাজ করার অনেক বেশি শক্তি পাই। স্বেচ্ছাসেবীরা তাদের নানান কার্যক্রমে সবার পাশে যে ভাবে দাঁড়ায় তা সত্যিই প্রশংসনীয়। এই ধারা অব্যাহত থাকলে বাঞ্ছারামপুর বদলে যেতে খুব বেশি দিন লাগবে না।’

পরে স্বেচ্ছাসেবীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে তাদের কার্যক্রমে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, মানবতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ উল্লাহ, প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান সুমন, মেহেদী হাসান, রাসেল আহমেদ, মারুফ, নাঈম, রাশেদুল ইসলাম রাসেলসহ বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী।

ইএইচ

Link copied!