Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

কলমাকান্দায় বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার সুপারি জব্দ

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

ডিসেম্বর ২১, ২০২৪, ০২:৫০ পিএম


কলমাকান্দায় বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার সুপারি জব্দ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুড়া ইউনিয়নের পশ্চিম লেংগুড়া নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ৭ হাজার ৬৮০ কেজি দেশীয় সুপারি জব্দ করেছে নেত্রকোণা ৩১ বিজিবি অধীনস্থ লেংগুড়া বিওপি।

রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান পিবিজিএম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত শুক্রবার বিকাল ৪টার দিকে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব সুপারি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নেত্রকোণা ৩১ বিজিবির অধীনস্থ লেংগুড়া বিওপির ৮ সদস্যের একটি বিশেষ টহল দল নিজস্ব গোয়েন্দা সংবাদে ভিত্তিতে ভিযান পরিচালনা করে এসব সুপারি জব্দ করে। যার আনুমানিক মূল্য ৩৪ লক্ষ ৫৬ হাজার টাকা। এসব সুপারি নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।

ইএইচ

Link copied!