বরগুনা প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২৪, ০৪:০৫ পিএম
বরগুনা প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২৪, ০৪:০৫ পিএম
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
উপজেলা সর্ব দলীয় ওয়ামা-মাশায়েখ, সর্বস্তরের জনতা, ইমাম কল্যাণ ফাউন্ডেশন ও আইন্না পরিষদসহ ১৫টি ব্যানারে মানববন্ধন করা হয়।
শনিবার বেলা ১০টায় আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. ওমর ফারুক জেহাদীর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য দেন, আমতলী পৌরসভার সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু, বাসসের জেলা প্রতিনিধি একেএম খায়রুল বাশার বুলবুল, আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি রেজাউল করিম বাদল, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা নুরুজ্জামান, ইমাম মাওলানা সাইদুর রহমান ফারুক, মাওলানা আমির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটির সভাপতি নাজমুল আহসান সোহেল, সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ, যুব আন্দোলন সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ, সাবেক কাউন্সিলর আবুল বাশার রুমি, সেলিম রেজা টিটু ও ঔষধ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন খাঁন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের বদলির আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
ইএইচ