Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

ধুনটে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হলেন শ্রাবণী

কারিমুল হাসান, ধুনট (বগুড়া)

কারিমুল হাসান, ধুনট (বগুড়া)

ডিসেম্বর ২১, ২০২৪, ০৪:১১ পিএম


ধুনটে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হলেন শ্রাবণী

বগুড়ার ধুনটে শ্রাবণী আক্তার খুশি (১৫) নামের এক ছাত্রী ছেলে হিসেবে রুপান্তর হয়েছে। সে উপজেলার সরুগ্রাম পূর্বপাড়া এলাকার খোকন মিয়ার বড় মেয়ে।

জানা গেছে, শ্রাবণী আক্তার খুশি স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। একবছর থেকে তার আচরণে ছেলে সাদৃশ্যপনা লক্ষ করা যায়।

গত ৬ মাস আগে থেকে শ্রাবণীকে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করায় তার পরিবার। এদিকে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ায় তার বাড়িতে শনিবার সকাল থেকে ভিড় করতে থাকে উৎসুক জনতা।

শ্রাবণী আক্তার খুশি জানান, মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হওয়ায় আমার কোন দুঃখ নেই। বাবার কাজে সহযোগিতা করতে পারবো ভেবে আমি অনেকটা খুশি হয়েছি। আমার বর্তমান নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ।

এ বিষয়ে শ্রাবণী আক্তার খুশির বাবা খোকন মিয়া জানান, আমার মেয়ের আচরণ পরিবর্তনের পর থেকে আমি নিয়মিত ডাক্তারি পরীক্ষা করাই। ৬ মাস নানা ধরনের মেডিকেল পরীক্ষা শেষে আমার মেয়ে ছেলেতে রূপান্তর হয়েছে বলে সাব্যস্ত হয়।

গত বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট নিয়ে বাড়িতে আসি। পরে আমার বাড়ির মুরব্বিদের উপস্থিতিতে আমার মেয়েকে ছেলেদের পোষাক পড়িয়ে দেই।

শনিবার সকালে মুরব্বিদের সাথে পরামর্শ করে মাথার চুল কেটে আমার মেয়ের শ্রাবণী আক্তার খুশি নামটি পরিবর্তন করে ওমর ফারুক শ্রাবণ রাখা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ৩ মেয়ে ছিল। কোন ছেলে সন্তান না থাকায় অনেকের অনেক রকম কথা শুনতে হয়েছে। তবে আমার বড় মেয়ে ছেলে হিসেবে রূপান্তরিত হওয়ায় আমি ও আমার পরিবার খুব খুশি।

ইএইচ

Link copied!