পোরশা (নওগাঁ) প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২৪, ০৪:১৬ পিএম
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২৪, ০৪:১৬ পিএম
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের মাস্টারপাড়া থেকে টাপেন্ডাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই লালন কুমারের নেতৃত্বে নিতপুর ইউনিয়নের মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে মনিরুল হাসান সুমনকে (৪৬) তার বাড়ির সামনে থেকে আটক করেন এবং তার শরীর তল্লাশি করে ৪০ পিস টাপেন্ডাডল পাওয়া যায়।
আটক মাদক কারবারিকে থানা হাজতে আটক রাখা হয়েছে। তাকে আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হবে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রেজা।
ইএইচ