Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাসাসের কর্মীসমাবেশ

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

ডিসেম্বর ২১, ২০২৪, ০৪:৪০ পিএম


কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাসাসের কর্মীসমাবেশ

অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে রাজবাড়ীর কালুখালীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় জাসাসের কালুখালী উপজেলা শাখার আয়োজনে কালুখালী মহিলা কলেজের হলরুমে উপজেলা জাসাসের সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা জাসাসের আহ্বায়ক মো. আশরাফুল আলম, সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক মীর মো. জুলফিকার আলী (টিটু), মোহাম্মদ নাসির উদ্দিন, আব্দুস সালাম মঞ্জু, নূরনবী মিয়া সবুজ, মাছেম আলী বিশ্বাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কালুখালী উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আতর, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম, সদস্য মিজানুর রহমান লিমন।

এছাড়াও অনুষ্ঠানে জেলা জাসাসের সদস্য আব্দুল মতিন মিঞা, গাজী জহির উদ্দিন, পাংশা উপজেলা জাসাসের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, জাসাসের নেতাকর্মীদের মধ্যে ইয়াদুদ, আবু বকর সিদ্দিক বাবু, আপেল মাহমুদ, মোসাদ্দেক হোসেন মুসা, জিল্লুর রহমান, ফিরোজ মোল্লা, আব্দুর রশিদ, নাসির হোসেন চুন্নু সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!