Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শ্রীপুরে ৮৭ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

ডিসেম্বর ২১, ২০২৪, ০৫:০৬ পিএম


শ্রীপুরে ৮৭ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত ৮৭ ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে এ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে ৮৭ ফাউন্ডেশনের উদ্যোগে ৩৪ জন এবং ফাউন্ডেশনের বিশেষ ব্যক্তির উদ্যোগে ১০ জনসহ উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৪ জন শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তির টাকা প্রদান করা হয়।

৮৭ ফাউন্ডেশনের আহ্বায়ক মোল্লা আনিচুর রহমান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- সংগঠনের সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার ঘোষ।

৮৭ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোল্লা আতিয়ার রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য দেন- ৮৭ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী ডা. মো. সাইফুল ইসলাম মৃধা।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য দেন- ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, ৮৭ ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মইদুল ইসলাম, খামারপাড়া এসআই আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাওসার উদ্দিন, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অনন্ত কুমার বিশ্বাস, এজেড উবাইদুল্লাহ, বিশিষ্ট সাংবাদিক মো. সাইফুল্লাহ, এছাড়া শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন প্রভাকর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাট দাখিল মাদরাসার সুপার মো. নুরুদ্দিন মৃধা, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সবুজ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!