কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২৪, ০৫:২৮ পিএম
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২৪, ০৫:২৮ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজার সওদাগর মার্কেটের রিতু শোরুম থেকে চুরি হওয়া ১৯টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় বাবু মিয়া (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান।
এর আগে গতকাল (২০ ডিসেম্বর) রাতে কালীগঞ্জ থানার এসআই নুরুল হক সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
গ্রেপ্তার বাবু লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী এলাকার মৃত আকবর আলীর ছেলে।
জানা গেছে, গত ৫ নভেম্বর রাতে এবং ১০ নভেম্বর রাতে একদল চোর উপজেলার কাকিনা বাজার সওদাগর মার্কেটের রিতু টেলিকম শোরুম থেকে ২৪টি অ্যান্ড্রয়েড ৩৩টি বাটন মোবাইল ফোনসহ নগদ ৪ লক্ষ ৬০ হাজার টাকা চুরি হয়। পরে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক রেজওয়ান।
বিষয়টি আমলে নিয়ে অভিযান শুরু করে কালীগঞ্জ থানা পুলিশ। পরে বাবু মিয়াকে গ্রেপ্তার করলে চুরি হওয়া ১৯টি মোবাইল উদ্ধার হয়। এর মধ্যে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিল। বাকি ১৮ টি বাটন ফোন।
রিতু টেলিকমের মালিক রেজওয়ান জানান, দীর্ঘদিন থেকে এই চোর চক্রটি কাকিনা এলাকার বিভিন্ন দোকানপাটে চুরি করে আসছিল। চুরি হওয়ার পর মোবাইলের আইএমআই নাম্বারসহ থানায় লিখিত অভিযোগ দিলে অভিযোগটি আমলে নিয়েই কালীগঞ্জ থানা পুলিশ অভিযান শুরু করে। অভিযানেই মোবাইল উদ্ধার হওয়াতে অত্যন্ত খুশি। আমি পুলিশের উপর আস্থা ফিরে পেয়েছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা পুলিশ ও কালীগঞ্জ থানা পুলিশের সদস্যদের প্রতি।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, দোকান মালিক অভিযোগ দেয়ার পর গুরুত্বসহকারে আমরা অভিযান পরিচালনা করেছি। সাধারণ মানুষের সেবা করাই পুলিশের ধর্ম। এই প্রেক্ষিতেই আমরা চোরকে বিশেষ প্রযুক্তি প্রয়োগ করেই তাকে আটক করতে সক্ষম হয়েছি এবং বাকি মোবাইল ফোন ও এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।
ইএইচ