Amar Sangbad
ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪,

সাঘাটায় ধসে গেছে এলজিইডির সড়ক

সাঘাটা প্রতিনিধি

সাঘাটা প্রতিনিধি

ডিসেম্বর ২১, ২০২৪, ০৫:৩৩ পিএম


সাঘাটায় ধসে গেছে এলজিইডির সড়ক

সড়কের পাশে থাকা তালগাছ ঝড়ের কবলে উপরে পড়ে রাস্তার এক পাশে বিশাল গর্তের সৃষ্টি করেছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত চলছে যানবাহন ও পথচারী।

গাইবান্ধার সাঘাটায় মুক্তিনগর থেকে মান্দুরা এলাকার স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) সড়কে সরকারপাড়া নামক স্থানে রাস্তার পূর্ব পাশে ঘেঁষে থাকা পুরোনো এক তালগাছ ঝড়ের কবলে উপরে পড়ে। এতে গাছটির শিকড় মাটির তলদেশ হয়ে রাস্তাটির মাঝ বরাবরের মাটি ধসে ফেলেছে পাশে থাকা পুকুরে।

এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রায় ২-৩ বছর আগে এমন ঘটনা ঘটেছিল। সেসময় থেকেই রাস্তাটিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী।

এ রাস্তা ধরে নিয়মিত চলাচলকারী শহিদুল ইসলাম নামের এক ভ্যানচালক জানান, মাঝে মাঝেই এখানে দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগেও এ স্থানের বিশালাকার গর্তের কারণে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়। বিশেষ করে রাতের বেলায় অন্ধকারে কোনো কিছু বুঝে ওঠার আগেই সর্বনাশ হয়ে যায়। এরকম আরও কজন পথচারী রাস্তাটির এ গর্তে ছোট বড় দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য শাহিনুর ইসলাম সংস্কারের দাবি তুলে জানান, জনদুর্ভোগ এড়াতে রাস্তাটির দ্রুত সংস্কার হওয়া প্রয়োজন। যেহেতু এলজিইডির সড়ক এটি তাই এলজিইডি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

রাস্তাটির মেরামত বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী নয়ন রায় জানান, ইতোমধ্যে রাস্তাটির মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি অচিরেই মেরামত করা সম্ভব হবে।

ইএইচ

Link copied!