Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

হাসনাত আবদুল্লাহ

চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

ডিসেম্বর ২১, ২০২৪, ১১:৩৮ পিএম


চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে

দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

শনিবার কুমিল্লার দেবিদ্বারে উপজেলা পরিষদ হলরুমে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের দুর্নীতি এখনো অব্যাহত রয়েছে, তবে চাঁদাবাজরা কিছুটা পরিবর্তিত হয়েছে। দখলদারিত্বের অবসান হয়নি, শুধু দখলবাজদের পরিবর্তন হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বলে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, সে বিষয়ে আলেম সমাজকে সচেতন থাকতে হবে যেন কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সংঘাত সৃষ্টি না করতে পারে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ।

এসময় হাসনাত আবদুল্লাহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের দুর্নীতি, শিক্ষা ও চিকিৎসা খাতের অনিয়ম, সড়ক ও সেতু নির্মাণ ও সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, এক্ষেত্রে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে এবং মুফতি আবদুল আহাদের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেবিদ্বার ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ, সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত প্রমুখ।

ইএইচ

Link copied!