Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শালিখার সরিষাক্ষেত যেন চোখ জুড়ানো হলুদের সমারোহ

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

ডিসেম্বর ২২, ২০২৪, ১১:৫৪ এএম


শালিখার সরিষাক্ষেত যেন চোখ জুড়ানো হলুদের সমারোহ

মাগুরার শালিখা উপজেলার সরিষা ক্ষেত যেন চোখ জুড়ানো হলুদের মহা সমারোহ। দিগন্ত জোড়া এ সমারোহে   মনও চোখ জুড়িয়ে আসে।মাগুরা জেলার শালিখা উপজেলার, সেওজগাতি, দিঘল গ্রাম, ভাটোয়াইল ,সহ সকল মাঠে আঁচল বিছিয়ে দিগন্ত ছুঁয়ে যাচ্ছে এ হলুদ সরিষা।
সরেজমিনে  বিভিন্ন মাঠে গিয়েদেখা যায় যে, কুয়াশা উপেক্ষা করে ক্ষেত পরিচর্যা করছেন চাষিরা। অন্যান্য ফসলে সে রকম দাম না পাওয়ায় এবার সরিষা চাষে ঝুঁকেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ ও কৃষকরা।
উপজেলা কৃষি অফিস জানায়, জমি থেকে সরিষা ওঠার পর ঐ জমিতে  বোরোর আবাদ করা যায়। এতে কৃষি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় ও বোরোর ফলন ভালো হয়। এ বছর অধিক (উচ্চ) ফলনশীল আগাম জাতের সরিষার চাষ করছেন চাষিরা।এই ফসল চাষে খরচ কম এবং লাভ বেশি। এতে সেচ দিলেও চলে, না দিলেও ফসল কমে না। বর্তমানে মান অনুযায়ী  বাজারে প্রতি মণ সরিষার দাম ২ হাজার  থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়।

শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন বলেন, এ বছর শালিখা উপজেলায় ছয় হাজার ছয় শত ত্রিশ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। বাজারে সয়াবিন সহ অন্যান্য ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির ফলে গত মৌসুমে সরিষার ব্যাপক চাহিদা ছিল। এবারও সরিষার ব্যাপক চাহিদা রয়েছে। গাছ দেখে বোঝা যাচ্ছে ফলন ভালো হবে। সরিষা একটি লাভজনক ঝুঁকিমুক্ত ফসল। সরিষার আবাদ বৃদ্ধিতে সরকার কৃষকদের বীজ, সার ও পরামর্শ দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছে।
বিআরইউ

Link copied!