Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পুকুর থেকে মাটি কেটে বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৪, ০৩:০৭ পিএম


পুকুর থেকে মাটি কেটে বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে অনুমোদন ছাড়াই পুকুর খনন ও মাটি উত্তোলনের সময় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা এলাকায় এস্কেভেটর (ভেকু) মেশিনসহ একজনকে আটকের পর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়। অর্থদণ্ডিত রবিউল ইসলাম নওগাঁর আত্রাই উপজেলার নওদুলী এলাকার আব্দুল খালেকের ছেলে।

জানা গেছে, এদিন বিকালে দমদমা এলাকায় ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছিল মাটিখোঁকোরা। মাটি কেটে বিক্রির জন্য সেখানে ট্রাক্টর আনা হয়। খবর পেয়ে অভিযানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

এ সময় তার সঙ্গে ছিলেন- থানার উপ-পরিদর্শক আমির হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাটি উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামাত্রই মাটিখেঁকো চক্রের কয়েকজন দৌড় দেয়। এ সময় ভেকু মেশিনসহ একজনকে আটক করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

পুরাতন পুকুর সংস্কার করতে জেলা প্রশাসনের অনুমোদন নিতে হবে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ইএইচ

Link copied!