Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন

মির্জাপুরে ৬ পদে ভোট: একজন লটারিতে, চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৪, ০৩:২১ পিএম


মির্জাপুরে ৬ পদে ভোট: একজন লটারিতে, চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ৬ সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। যাদের মধ্যে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন এক নারী সদস্য প্রার্থী।

বাকি একটি সদস্য পদে ১৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন এক সদস্য পদ প্রার্থী।

শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট মামলার প্রেক্ষিতে স্থগিত হয়ে যায় সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন।

জানা যায়, সদস্য পদে অনুষ্ঠিত নির্বাচনে ৩৭ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মাহফুজ মল্লিক টিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. হাবিবুর রহমান পেয়েছেন ২৪ ভোট।

এছাড়া নারী সদস্য পদ প্রার্থীদের মধ্যে ফিরোজা বেগম ও শেফালি নাজিম সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারিতে বিজয়ী হয়েছেন শেফালি নাজিম।

অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন সম্রাট, আফজালুর রহমান দুলাল, হাবিব ও নাজমুল সিকদার।

নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন বলেন, চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দুই সদস্য পদে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আদালতের নির্দেশনা মোতাবেক স্থগিত হওয়া দুই পদের বিষয়ে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।

ইএইচ

Link copied!