ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৪, ০৩:২৭ পিএম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৪, ০৩:২৭ পিএম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওসি মুনিরুল ইসলামের অপসারণের দাবিতে উপজেলা বিএনপির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামতলা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম বাচ্চু, কাজী আলাউদ্দিন মন্ডল, মোকলেছুর রহমান, রোকনুজ্জামান, রইচ উদ্দিন বাদশা, মামুন ব্যাপারী, উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল্লা আল মামুন বাবু উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ইএইচ