আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৪, ০৩:৩৫ পিএম
আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৪, ০৩:৩৫ পিএম
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি (মোল্লাপাড়া) এলাকায় মেঘনা গ্রুপের এম এন্ড ইউ ট্রিমস (বোতাম) তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের দুইটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটসহ মোট ৭টি ইউনিট।
স্থানীয়রা জানান, কারখানাটিতে বোতাম উৎপাদন হয়। দুপুরের দিকে হঠাৎ কারখানায় আগুন লাগে। যা পরবর্তীতে পাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের সঙ্গে যোগ দেন। কারখানার দক্ষিণ পাশের কেমিক্যালের গোডাউনে আগুন ছড়িয়ে গেলে ফায়ার সার্ভিসের কর্মী, স্থানীয় বাসিন্দা এবং কারখানার কর্মীরা ড্রাম বের করার চেষ্টা করেন। এ সময় দুটি ড্রাম বিস্ফোরিত হয়।
এদিকে, কারখানার কেমিক্যালের গোডাউন থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন।
আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা ফায়ার সার্ভিস এবং কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক জানাতে পারেনি।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, কারখানায় পানির ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের আশেপাশের বাসা বাড়ি থেকে পানি সরবরাহ করে আগুন নেভাতে হয়েছে।
বিআরইউ