Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মিরপুর পৌর বিএনপির উদ্যোগে বিশেষ কর্মীসভা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৪, ০৪:২৫ পিএম


মিরপুর পৌর বিএনপির উদ্যোগে বিশেষ কর্মীসভা

কুষ্টিয়ার মিরপুর পৌর বিএনপির উদ্যোগে বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টার সময় মিরপুরে মহিলা কলেজ অডিটোরিয়াম রুমে পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির এ বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়।  

এ সময় পৌর বিএনপির সভাপতি আব্দুল রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া ভেড়ামারা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরিদা ইয়াসমিন।

এ সময় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন বলেন, এবার ইচ্ছে করলেও যে কেউ পকেট কমিটি করতে পারবে না। তৃন্নমূল থেকে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভোটে জিতে কমিটির পদ-পদবি নিতে হবে।

শেষে মিরপুর পৌর বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।

ইএইচ

Link copied!