Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে ৬ ডাকাত গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৪, ০৫:১২ পিএম


টাঙ্গাইলে ৬ ডাকাত গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে একটি পিকআপসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চর বনবাড়িয়া গ্রামের গহের আলীর ছেলে শামীম শেখ,  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বেলতৈল গ্রামের আমছের আলীর ছেলে আব্দুল লতিফ, একই উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের একাব্বর মিয়ার ছেলে রাসেল মিয়া, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের উত্তর চরবাহারী গ্রামের রহিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি, নিকরাইলের সিরাজকান্দি গ্রামের সোরহাব আলীর ছেলে খাদেম আলী, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ীর আব্দুল লতিফের ছেলে আব্দুল্লাহ হিল কাফি।

বিষয়টি কালিহাতী থানায় রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডাকাতির প্রস্তুতিকালে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ   আবুল কালাম ভুঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে যমুনা সেতু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড একটি অভিযান পরিচালনা করেন। এ সময় একটি পিকআপসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেন। সাথে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র চাপাতি, হাতুড়ি, লাঠি ও ছুরি উদ্ধার করা হয়।

এএসপি আব্দুল্লাহ আল ইমরান আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!