Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে বাজিতপুর-অষ্টগ্রাম রুটে ফেরি চালু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৪, ০৫:৩০ পিএম


কিশোরগঞ্জে বাজিতপুর-অষ্টগ্রাম রুটে ফেরি চালু

কিশোরগঞ্জের হাওরাঞ্চল তথা হাওরের প্রবেশ পথ অষ্টগ্রাম উপজেলার সাথে সড়ক পথে যোগাযোগ স্থাপনের জন্য বাজিতপুর উপজেলা থেকে অষ্টগ্রাম পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার সকাল থেকে বাজিতপুর-অষ্টগ্রাম রুটে ফেরি চলাচল শুরু হয়।

এতে স্বস্তি প্রকাশ করেছে দুই উপজেলার মানুষ। সহজেই এক উপজেলা থেকে অন্য উপজেলায় যোগাযোগ ও পণ্য পরিবহণ করতে পারবে। এতে কমে যাবে উৎপাদিত ফসল ও পণ্য পরিবহণের খরচ।

জানা যায়, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের উদ্যোগে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল প্রিন্স, অনুপ আহমেদ মামুন ও নাজমুল হকের অক্লান্ত পরিশ্রমে অনেক জল্পনা কল্পনা শেষে রোববার থেকে বাজিতপুর-অষ্টগ্রাম পর্যন্ত ফেরি চালু হয়েছে।

এ বিষয়ে সার্বিক সহযোগিতা করে অক্সিজেন ফাউন্ডেশন কিশোরগঞ্জ।

ইএইচ

Link copied!