ভেড়ামারা প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৪, ০৬:৪১ পিএম
ভেড়ামারা প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৪, ০৬:৪১ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে ৩টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কুতুব উদ্দিন আহমেদ আহ্বায়ক কুষ্টিয়া জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
তিনি বলেন, আমরা আজকে ভেড়ামারাতে এসেছি তারেক রহমানের মিশন নিয়ে। আগামীতে কীভাবে দল চলবে কীভাবে দল গঠন হবে। এখন থেকে সাধারণ জনগণের কথা শুনে কমিটি হবে। কোন পকেট কমিটি হবে না। তারেক জিয়ার নির্দেশে যে ৩১ দফা দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে আপনারা সাধারণ মানুষের কাতারে গিয়ে তারেক জিয়ার সালাম পৌঁছে দিবেন।
আজ থেকে ভেড়ামারা উপজেলা বিএনপি ও ভেড়ামারা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। খুব দ্রুত আমরা ভেড়ামারা উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি কুষ্টিয়া-২ (ভেড়ামারা -মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদা ইয়াসমিন সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী চৌধুরী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত- ছিলেন প্রকৌশলী জাকির হোসেন সদস্য সচিব কুষ্টিয়া জেলা বিএনপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিহাবুল ইসলাম সভাপতি ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট মো. তৌহিদুল ইসলাম আলম যুগ্ম আহ্বায়ক কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক ভেড়ামারা উপজেলা বিএনপি।
ইএইচ