লালমনিরহাট প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:১৮ এএম
লালমনিরহাট প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:১৮ এএম
বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোরীদের ক্ষমতায়ন এবং তাদের স্বপ্ন পূরণে সহায়ক পরিবেশ তৈরি পাশাপাশি পরিবার ও সম্প্রদায়কে কিশোরীদের শিক্ষা ও স্বাস্থ্য সংরক্ষণে উৎসাহিত করার লক্ষ্যে লালমনিরহাট জেলা পর্যায়ে ‘ম্যাস মিডিয়া ক্যাম্পিং’ উদ্বোধন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক।
রোববার লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং আরডিআরএস বাংলাদেশের মাধ্যমে বাস্তবায়িত ‘জননী প্রকল্প’ এ আয়োজনের সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলার সিভিল সার্জন, ডা. নির্মলন্দু রায়, জননী প্রকল্প পরিচালক ডা. উজ্জ্বল কুমার রায়, বিভিন্ন উপজেলার নির্বাহী প্রশাসক, শিক্ষক, সাংবাদিক, পুলিশ, কিশোর ক্লাবের প্রতিনিধি প্রমুখ।
ইএইচ