Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দীঘিনালায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:৪০ পিএম


দীঘিনালায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালায় জামগাছের ডালে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ২৫ বছরের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ৭টায় উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামতলী ইসলাম শিবির কবরস্থানের পাশে জামগাছের ডাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত মো. হানিফ (২৭) একই এলাকার মো. জালালের ছেলে। নিহত হানিফ (২৭) বুদ্ধি প্রতিবন্ধী ও ভিডিপি সদস্য।

নিহতের সন্তান সম্ভবনা স্ত্রী মোছা. মুন্নি আক্তার বলেন, ‘আমাদের কারো সাথে শত্রুতা বা দ্বন্দ্ব ছিল না৷ সে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্য ছিলেন। গতকাল (রোববার) বিকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পাই।’

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, স্থানীয়রা গাছের ডালে যুবকের ঝুলন্ত লাশ দেখে খবর দেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা যায়। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।

ইএইচ

Link copied!