জামালপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২৪, ০১:২৮ পিএম
জামালপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২৪, ০১:২৮ পিএম
জামালপুরে ব্র্যাকের উদ্যোগে ইয়ুথদের কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন করেছে মা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে।
সোমবার মা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ইয়ুথ সদস্যদের তিন মাসের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়।
প্রশিক্ষণ প্রদান করেন মা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের মালিক মো. শাহা জালাল।
প্রশিক্ষণ গ্রহণ করেন- ছনকান্দা ইয়ুথসহ সমন্বয়কারী অলি ইসলাম ফাহিম, সদস্য তানজিল মিয়া, সরকারি আশেক মাহমুদ কলেজ ইয়ুথ সদস্য ইশরাত জাহান ঝিনুক, পাথালিয়া ইয়ুথসহ সমন্বয়কারী ফয়সাল আহমেদ, সদস্য হোসনে আরা বীথি।
বয়স, জেন্ডার, সামাজিক পরিচয় নির্বিশেষে সকল তরুণ তরুণীদের সাথে নিয়ে ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের ২৫টি জেলায় নিয়ে কাজ করে যাচ্ছে, রাইট হিয়ার রাইট নাও।
প্রশিক্ষণের সার্বিক সহযোগিতা করেন, ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলি আক্তার।
ইএইচ