Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মহেশপুর সীমান্ত থেকে ১০ বস্তা ফেনসিডিল উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৪, ০২:০২ পিএম


মহেশপুর সীমান্ত থেকে ১০ বস্তা ফেনসিডিল উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১০ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন (বিজিবি)।

রোববার বিজিবির টহলদল উপজেলার যাদুবপুর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করে।

সোমবার সকালে মহেশপুর-৫৮ বিজিবির মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিজিবির ৩টি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাদবপুর বিওপির কানাইডাঙ্গা বিল সংলগ্ন সীমান্ত এলাকা সীমান্ত পিলার-৫০ থেকে ৫১ এর কাছে রোববার রাত ১টা ৩০ মিনিট থেকে সুকৌশলে ফাঁদ পেতে অপেক্ষমাণ থাকে। ভোর আনুমানিক ৫টার দিকে ভারত থেকে ২০-২৫ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তর থেকে বেশকিছু অবৈধ মালামাল বহন করে বাংলাদেশ অংশে নিয়ে আসার পথে বিজিবি টহলদল তাদের গতি রোধ করে।

বাংলাদেশি চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শুন্যরেখা বরাবর কানাইডাঙ্গা বিলের পূর্ব থেকে পশ্চিমদিকে অগ্রসর থাকেন।

বিজিবি সদস্যরা তাদের ধরার চেষ্টা করলে চোরাকারবারিরা কয়েকটি দেশি অস্ত্র বিজিবি টহলদলের দিকে ছুড়ে মারে। এ অবস্থায় বিজিবি টহলদল এক রাউন্ড ফাঁকা ফায়ার করলে চোরাকারবারিরা বস্তা (ফেনসিডিল) ফেলে পালিয়ে যান। টহলরত সদস্যরা ১০ বস্তা ফেনসিডিল জব্দ করে।

পরে বিওপির অন্যান্য সদস্য এবং সোর্সের সহযোগিতায় বস্তাগুলো বিওপিতে আনা হয়। ফাঁকা ফায়ারে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান।

অভিযানে সর্বমোট ৩৯৭ বোতল ফেনসিডিল, ১টি হাসুয়া ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।

ইএইচ

Link copied!