Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

পোরশায় ৩ রেস্তোরাঁয় জরিমানা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৪, ০৩:৪৭ পিএম


পোরশায় ৩ রেস্তোরাঁয় জরিমানা

নওগাঁর পোরশা সারাইগাছি মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন রেস্তোরাঁকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুর ১২টায় সারাইগাছি মোড়ে বিভিন্ন রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

এতে দেখা যায়, তারা অস্বাস্থ্যকর ও অপরিষ্কার জিনিসপত্র ব্যবহার করে খাবার পরিবেশন করেন। ভ্রাম্যমাণ আদালতের দৃষ্টিগোচর হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫৩ ধারার অপরাধে বিভিন্ন অঙ্কে জরিমানা আদায় করা হয়।

আদর্শ হোটেলে তিন হাজার টাকা, ভাই ভাই হোটেলে তিন হাজার টাকা, মায়ের দোয়া হোটেলে ৩ হাজার টাকা, এবং বিসমিল্লাহ হোটেলে দুই হাজার টাকা সর্বমোট ১১ হাজার টাকা আদায় করা হয় এবং প্রত্যেকে ভবিষ্যতে জনস্বার্থে এরূপ কাজ করবে না প্রতিজ্ঞা করেন আদালতের কাছে।

ইএইচ

Link copied!