Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

কমলনগরে মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৪, ০৪:২৮ পিএম


কমলনগরে মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের কমলনগরে মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলার চরফল ইউনিয়নে সেকান্দর সর্দার বাড়ির দরজায় চর ফলকন ইউনিয়ন মহিলা দলের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম কাদের।  

মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আবু সায়েদ দোলন, চর ফলকন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওদুদ হাওলাদার, সাধারণ সম্পাদক ইব্রাহিম মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াগ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান সাজু, সদস্য সচিব জাফর আহমেদ ভুঁইয়া যুগ্ম আহ্বায়ক শামীম সহ উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!