ফরিদপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২৪, ০৫:০১ পিএম
ফরিদপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২৪, ০৫:০১ পিএম
ফরিদপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ক্যাম্পাসে ম্যাটসের নাম পরিবর্তন করে নতুন নাম ‘মেডিকেল ইনস্টিটিউট, ফরিদপুর’ রাখা হয়েছে।
সোমবার দুপুরে শিক্ষার্থীরা আগের নাম পরিবর্তন করে নতুন নাম সম্বলিত সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
শিক্ষার্থীরা জানান, আমরা মেডিকেল ডিপ্লোমার শিক্ষার্থী। আমাদের সার্টিফিকেটে দেয়া থাকে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। কিন্তু আমাদের প্রতিষ্ঠানটির নাম দিয়ে রেখেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) যেটা কোনভাবে কাম্য নয়। বাংলাদেশে অন্যান্য যতগুলি ডিপ্লোমা সেক্টর রয়েছে তাদের সাথে ইনস্টিটিউট যুক্ত করা হয় যেমন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ইত্যাদি। যেহেতু আমরা মেডিকেল নিয়ে ডিপ্লোমা করছি তাই আমার আমাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট, ফরিদপুর রেখেছি।
শুধু ফরিদপুর নয় বাংলাদেশে সর্বমোট ১৬টি প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটির নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা হয়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটির সকল বর্ষের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রতিষ্ঠানটির সিনিয়র লেকচারার (সহকারী পরিচালক) ডা. মো. মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীরা নাম পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে বেশকিছুদিন ধরে আন্দোলন করে আসছে। সে অনুযায়ী তারা নাম পরিবর্তন করে সাইনবোর্ড ঝুলিয়েছে। তবে অফিসিয়ালভাবে নাম পরিবর্তনের কোন নির্দেশনা আমাদের কাছে আসেনি।
ইএইচ