Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

বাঞ্ছারামপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বাঞ্ছারামপুর প্রতিনিধি

বাঞ্ছারামপুর প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:৪৩ পিএম


বাঞ্ছারামপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মূল্য তালিকার চেয়ে বেশি বিল নেয়া, লাইসেন্স না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৪টি বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাঞ্ছারামপুর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় সাময়িক বন্ধের নির্দেশ দিয়ে ১ লাখ টাকা, মূল্য তালিকা থেকে বিল বেশি নেয়ায় সেবা ডায়গনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মর্ডান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, এবং আল মদিনার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম আমার সংবাদকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকা থেকে বিল বেশি নেওয়া এবং লাইসেন্সবিহীন হওয়ায় ৪টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছি।  সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের স্বার্থে কোন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কোন ধরনের অনিয়ম চলতে দেওয়া যাবে না। অবৈধ লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!