Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বাঞ্ছারামপুরে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:৫৮ পিএম


বাঞ্ছারামপুরে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাঞ্ছারামপুরের রূপসদী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার রূপসদী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ৬ শতাধিক লোকজনের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন রূপসদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আল-আমিন।

রূপসদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এম শিপন আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার, রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান মাঝি, বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার, বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হায়দার, বিএনপি নেতা মনু মিয়া, আব্দুল হাকিম সরকার, মনির হোসেন, ফটু মিয়া, নজরুল ইসলাম, মোহাম্মদ বাক্কি, মো. সুমন আহমেদ, করিম ব্যাপারী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এবং বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসির নির্দেশ মোতাবেক আজকে আমরা রূপসদী ইউনিয়নে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।

ইএইচ

Link copied!