দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
ডিসেম্বর ২৪, ২০২৪, ১১:১১ এএম
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
ডিসেম্বর ২৪, ২০২৪, ১১:১১ এএম
খ্রিস্টান ধর্মাবলম্বীদের ‘বড়দিন’ উপলক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে ৯০ জন অসহায় নারী ও শিশুদের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পানানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহিপাড়া গ্রামের মিশনে খ্রিস্টানদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
ঘন কুয়াশা ও প্রচন্ড শীতকে উপেক্ষা করে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে উপজেলার সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ইউএনও।
তিনি দুর্গাপুরকে একটি বৈষম্য, দুর্নীতি মুক্ত এবং উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। এই কম্বল বিতরণ ছিল সবার জন্য একটি বার্তা আর সেই বার্তাটি হলো, নিজেরদের সামর্থ্য অনুযায়ী সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা।
এসময় তিনি মহিপাড়ার খ্রিষ্টান পল্লীর হতদরিদ্র শিশুদের গুরুত্ব বেশি দেন। বড়দিন উপলক্ষ্যে হত-দরিদ্র ও শিশুদের গরম শীতের কাপড় কম্বল তুলে দেন সবার হাতে। এসময় মহিপাড়া খ্রিষ্টান পল্লীর সকল শ্রেণি পেশার মানুষ দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের মানবতার ফেরিওয়ালা বলেই প্রশংসা করেন।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরে শেফাসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।
বিআরইউ