Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

দৌলতদিয়ার সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

ডিসেম্বর ২৪, ২০২৪, ০৪:৪৬ পিএম


দৌলতদিয়ার সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে  বৈষম্যবিরোধী ছাত্রের মামলায় গোয়ালন্দ উপজেলা  দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর  রহমান মন্ডলকে (৫০) গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের বেপারি পাড়ার নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হামলার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ আগষ্ট গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় ছাত্রজনতার চলমান আন্দোলনে হামলার অভিযোগ এনে গত ১০ ডিসেম্বর থানায় মামলা দায়ের করেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শরিফুল ইসলাম। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

ওই মামলার ২৬ নম্বর আসামি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান রহমান কে সোমবার রাত ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার বাদী শরিফুল ইসলামের বাবা শাহজাহানকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ রয়েছে আব্দুর  রহমানের বিরুদ্ধে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে রাজবাড়ীর আদালতে  পাঠানো হবে।

বিআরইউ

Link copied!