Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় মাকে হত্যার পর পুড়িয়ে গুম করার চেষ্টা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৪, ০৬:০৭ পিএম


মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় মাকে হত্যার পর পুড়িয়ে গুম করার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে গেলো এক লোমহর্ষক এ ঘটনা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেলার আখাউড়া উপজেলা থেকে এক নারীর পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় আটক করা একজনকে। পরে জানা যায় নিহতের পরিচয় ও হত্যার কারণ।

ওই নারীর নাম হরলুজা (৫০)। আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর কলোনি এলাকার নুরুল ইসলামের স্ত্রী।

আটক যুবকের নাম ফারহান ভূঁইয়া রনি। তিনি দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছেলে। পুলিশের দাবি তিনি এলাকার চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী।

কেন এই হত্যা

আটকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নিহতের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন রনি। কিন্তু এতে বাধা হয়ে দাঁড়ান মা হরলুজ। তাই তাকে হত্যা এবং হত্যার পর লাশের হদিস যেন না পাওয়া যায় সেজন্য পুড়িয়ে ফেলা হয়। হত্যার আগে ওই নারীর মাথা শরীর থেকে আলাদা করে ফেলা হয়েছিল।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীর ভাষ্য

রহিমপুর গ্রামের এক প্রবাসীর বাড়ি থেকে চুরি হওয়া রাজহাঁস খুঁজতে গিয়ে মঙ্গলবার সকাল সাতটার দিকে যুবলীগ নেতা শাহনোয়াজ ভুঁইয়ার বাড়ির একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে বসে থাকা রনি জানায় সে পাতা পোড়াচ্ছেন। কিন্তু এ কথা বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল, রোমান ও তাদের চাচাতো ভাই উবাদুল ঘরের ভেতর কি হচ্ছে তা দেখতে চান। এ সময় রনি ক্ষুব্ধ হয়ে তাদের মারার জন্য হুমকি দেন। এতে সন্দেহ আরও বাড়লে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, প্রেম ও বিয়েতে বাধা দেওয়ায় ওই নারীকে তার দেহ থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়। এসময় মরদেহ পুড়িয়ে গুম করার চেষ্টার করছিলেন।

আরএস

Link copied!