Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

মির্জাপুরে যুবলীগ নেতা মহসিন গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ডিসেম্বর ২৪, ২০২৪, ০৬:৩৯ পিএম


মির্জাপুরে যুবলীগ নেতা মহসিন গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছররা গুলিতে হিমেলের দু-চোখ অন্ধের মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন যুবলীগের সদস্য দেওয়ান মহসিন (৩৮)। সে ইচাইল গ্রামের দেওয়ান ইসমাইলের ছেলে বলে জানা যায়।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইচাইল নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছররা গুলিতে হিমেলের দু-চোখ অন্ধ হয়।

এ ঘটনার পর গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামীলীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। সেই মামলায় যুবলীগ নেতা দেওয়ান মহসিন ৪৫ নম্বর এজাহার ভুক্ত আসামি।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, মামলায় এজাহার ভুক্ত ৪৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিআরইউ

Link copied!