বরিশাল ব্যুরো
ডিসেম্বর ২৫, ২০২৪, ০২:৪৮ পিএম
বরিশাল ব্যুরো
ডিসেম্বর ২৫, ২০২৪, ০২:৪৮ পিএম
বরিশালে বড় দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় মঙ্গলবার রাতে মহা খ্রীষ্টযাগের মধ্যদিয়ে।
নগরীর প্রতিটি গির্জায় একই সময়ে উপসন শুরু হয়। গির্জাগুলোতে প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন খ্রিষ্ট ভক্তরা।
প্রার্থনা ও সংগীতে গির্জাগুলো মুখর হয়ে ওঠে যিশু বন্ধনায়। প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। প্রার্থনা শেষে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা একে অপরের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
বড় দিন উপলক্ষ্যে গির্জাগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। যীশুর জন্মস্থানের আদলে স্থাপন করা হয়েছে গোশালা।
বড়দিনের এ উৎসবে সবার প্রত্যাশা দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রতি আরো সুদৃঢ় হবে।
বরিশালে ক্যাথলিক, অক্সফোর্ড এবং ব্যাপ্টিস্ট গোত্রের খ্রিস্টান রয়েছে।
নগরী এবং জেলার ১০ উপজেলায় প্রায় ১১০টি চার্চে বড়দিনের উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
ইএইচ